Ajker Patrika

হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ‘আপসের প্রস্তাবের’ অভিযোগ বাদীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২০: ৩৯
হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ‘আপসের প্রস্তাবের’ অভিযোগ বাদীর

রাজশাহীতে একটি হত্যা মামলার সঠিকভাবে তদন্ত না করে উল্টো তদন্ত কর্মকর্তাই আপসের প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ফরিদা আক্তার কেয়া নামের এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। ফরিদা তাঁর বাবাকে হত্যার অভিযোগ ওই মামলা করেন। 

আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ফরিদা। এর আগে তাঁর বাবা মোজাম্মেল হক ফারুককে হত্যার অভিযোগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন তিনি। প্রায় ১০ মাস পার হয়ে গেলেও এই মামলার কোনো তদন্ত হয়নি বলে দাবি করেন ফরিদা।

ফরিদা বলেন, ‘আমার বাবা মোজ্জাম্মেল হক ফারুক দুটি বিয়ে করেন। আমি তাঁর প্রথম ঘরের মেয়ে। বাবার দ্বিতীয় ঘরে দুটি মেয়ে আছে। তাঁর দ্বিতীয় স্ত্রী কামরুন হক ঝরনা বাবার চাকরি জীবনে অর্জিত সব টাকা ও জমি আত্মসাৎ করেছেন। আমাদের কিছুই দেননি। শহরের দাশপুকুর এলাকায় ৩ কোটি টাকা মূল্যের বাড়ি, ফিক্সড ডিপোজিট ৬০ লাখ টাকা, চাঁপাইনবাবগঞ্জে ৪ বিঘা জমি ৪৫ লাখ টাকায় বিক্রি করেছেন। মোট ৫ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেন দ্বিতীয় পরিবারের স্ত্রী, সন্তান ও জামাতারা। ২০২২ সালে তারা এই সম্পদগুলো আত্মসাৎ করে।’ 

ফরিদা আরও বলেন, ‘২০২২ সালের ৭ সেপ্টেম্বর আমার বাবাকে নিয়ে লাপাত্তা হয়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান ও জামাতারা। ২৩ সেপ্টেম্বর এক আত্মীয়র মুখে শুনি বাবার মৃত্যুর খবর। তারা ঢাকায় বাবার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের চাপ প্রয়োগ করা হলে রাজশাহীতে মরদেহ নিয়ে আসে। বাবা অসুস্থ ছিলেন বলে দাবি করে তারা তিন দিনের মধ্যে চিকিৎসার কাগজপত্র দেখাতে চেয়েছিল। কিন্তু এত দিন পার হয়ে গেলেও চিকিৎসার কাগজ দেখানো হয়নি।’ 

ফরিদা বলেন, ‘তাদের কালক্ষেপণ করার জন্য আমি বাদী হয়ে হত্যার অভিযোগ এনে রাজপাড়া আদালতে মামলা করি। আদালত মামলা গ্রহণ করে মরদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন। এই মামলার তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহীর উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার। তদন্ত কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি কোনো তদন্ত করেননি। মরদেহের ময়নাতদন্তেরও ব্যবস্থা করেননি। উল্টো আমাকে আপস করার জন্য চাপ দিচ্ছেন তিনি। তিনি ইচ্ছা করে সময় অতিবাহিত করছেন।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তার মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত