Ajker Patrika

জামায়াত-শিবির হামলা চালাতে এলে মোকাবিলা করা হবে: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬: ১২
জামায়াত-শিবির হামলা চালাতে এলে মোকাবিলা করা হবে: লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘অতীতেও যেকোনো দুঃসময়ে আমাদের নেতা-কর্মীরা এক আহ্বানে রাজপথে চলে এসেছেন। আমরা এটি বারবার প্রমাণ দিয়েছি। জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলা চালাতে এলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করব। কারণ বাংলাদেশের জনগণ শান্তির পক্ষে, জ্বালাও-পোড়াওয়ের পক্ষে নয়।’

শোকবহ আগস্ট স্মরণে আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের শোকযাত্রা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাসিক মেয়র আরও বলেন, ‘১৯৭১ সালে তাদের পরাজয়ের পর থেকেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি ছিল। জাতির পিতা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম মৃত্যুর পর খুনি চক্রের মূল পুরোধা জিয়াউর রহমান, তার সঙ্গে খন্দকার মোস্তাক গং। তারা সবাই মিলে আবারও ধর্মভিত্তিক রাজনীতি চালু করে। গোলাম আজমকে দেশে ফেরত আনে, জামায়াতে ইসলামীকে রাজনীতি করার অনুমতি দেয়।’

লিটন বলেন, ‘দীর্ঘদিন পরও জামায়াত-শিবির তাদের অতীতের বীভৎসতা, সহিংসতা, পশ্চাদমুখিতা থেকে সরে আসেনি। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তারা আবারও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পরিকল্পিতভাবে আমাদের গর্বের ও অহংকারের স্থাপনাসমূহ ভাঙচুর ও আগুনে পুড়িয়েছে। তারা গণভবনসহ স্বাধীনতার বাড়িঘরগুলো টার্গেট করেছিল। সেই অপশক্তিকে আমরা এবারও পরাজিত করতে পেরেছি এবং সে কারণে এবার আর বিলম্ব নয়, জামায়াত-শিবিরের রাজনীতি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া দরকার।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শোকযাত্রা শেষ হয়। এতে নেতৃত্ব দেন খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলীসহ অন্য নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত