আজকের পত্রিকা ডেস্ক
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২৭ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
২৯ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৩৯ মিনিট আগে