রাজশাহীতে ডিসি-এসপির নাম ভাঙিয়ে ভরাট করা হচ্ছে পুকুর
প্রায় আট বিঘা আয়তনের পুকুরটি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার দায়রাপাক মোড় এলাকায়। নবনির্মিত চার লেনের পাশেই পুকুরটি। প্রকাশ্যেই ট্রাকের পর ট্রাক বালু ফেলে পুকুরটি ভরাট করা হচ্ছে। অথচ আইন অনুযায়ী, জমির শ্রেণি পরিবর্তন নিষিদ্ধ। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আর একটিও পুকুর ভরাট যেন না হয়, সেই নির্দেশনা