নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু মামলাটি দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আরও অন্তত ৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমন।
বিএনপি নেতা রবিউল আলম মিলু মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২২ জুলাই আসামিরা দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ষষ্ঠীতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর করে।
এজাহারে আরও উল্লেখ করেন, হামলার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে। ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে।
রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু মামলাটি দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আরও অন্তত ৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমন।
বিএনপি নেতা রবিউল আলম মিলু মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২২ জুলাই আসামিরা দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ষষ্ঠীতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর করে।
এজাহারে আরও উল্লেখ করেন, হামলার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে। ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে।
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২২ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
২৯ মিনিট আগে