নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীতে দুই লেনের একটি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। নগরীর হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেলক্রসিংয়ে এই ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ‘মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, ‘শহরে মধ্য দিয়ে রেল লাইন গেছে। রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে পাঁটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটির নির্মাণকাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।’
সিটি করপোরেশন জানিয়েছে, ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। ফ্লাইওভারের ধরন বক্স গার্ডার, আরসিসি (কাস্ট ইন সিটু)। মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৮৫ মিটার। ভায়া ডাক (পূর্ব) ১৪৫ মিটার এবং ভায়া ডাক (পশ্চিম) ১৪৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে। পিলার থাকবে ১৭টি। মোট পাইলের সংখ্যা হবে ৯৭টি। এই ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়নের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার। এ সময় অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপসন: ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগরীতে দুই লেনের একটি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। নগরীর হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেলক্রসিংয়ে এই ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ‘মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, ‘শহরে মধ্য দিয়ে রেল লাইন গেছে। রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে পাঁটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটির নির্মাণকাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।’
সিটি করপোরেশন জানিয়েছে, ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। ফ্লাইওভারের ধরন বক্স গার্ডার, আরসিসি (কাস্ট ইন সিটু)। মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৮৫ মিটার। ভায়া ডাক (পূর্ব) ১৪৫ মিটার এবং ভায়া ডাক (পশ্চিম) ১৪৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে। পিলার থাকবে ১৭টি। মোট পাইলের সংখ্যা হবে ৯৭টি। এই ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়নের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার। এ সময় অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপসন: ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শিশু মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।
৪ মিনিট আগেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
৭ মিনিট আগেশ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেতিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
২০ মিনিট আগে