Ajker Patrika

আওয়ামী লীগ গাড়িতে আগুন দিয়ে বিএনপির নাম দিচ্ছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮: ২৩
Thumbnail image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, হরতাল-অবরোধের সময় আওয়ামী লীগের লোকজন গাড়িতে আগুন দিচ্ছে। এরপর বিএনপির নামে এসব চালানো হচ্ছে। আজ মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 

মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রতিরাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ রেইড দিচ্ছে। গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা বাড়িছাড়া হয়ে আছেন। তারপরেও রেহাই মিলছে না। এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ 

মিনু অভিযোগ করেন, গত ২৮ অক্টোবরের পরে এই অবৈধ সরকার বিএনপির প্রায় ২৪ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এক হাজার জনকে নির্যাতন করে পঙ্গু করেছে এবং ১০০ জনকে হত্যা করেছে। রাজশাহীতে ১ হাজার ৮৮৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত