রাজবাড়ীতে পদ্মার চরে ১৯ বাড়িতে হামলা-লুট-অগ্নিসংযোগ
ক্ষতিগ্রস্ত হাসেম শেখ জানান, তাঁরা দীর্ঘ ৪০ বছর ধরে পদ্মার চরে বসবাস করছেন। হঠাৎ পাবনা জেলার লোকজন দাবি করছে এই চর তাদের। গতকাল ১০০ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন এই চরের বাসিন্দারা ভয়ে পাশের বনে লুকিয়েছিলেন।