Ajker Patrika

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি নেই

রাজবাড়ী প্রতিনিধি
ফেরিতে উঠছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা
ফেরিতে উঠছে যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় যানজট না থাকায় স্বস্তিতে নদী পার হচ্ছে।

রাবেয়া পরিবহনের যাত্রী পুতুল আক্তার বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদ্‌যাপন করেছি। তবে বেশি আনন্দ লাগছে নৌপথ ও সড়কে কোনো ভোগান্তি নেই। আমরা এমন ঈদযাত্রা আশা করব আগামীতেও।’

এক পরিবহনের সুপারভাইজার আলম শেখ বলেন, ‘এত মজার ঈদযাত্রা, বলে বোঝানো যাবে না। যাত্রীরা খুশি, আমরাও খুশি। কোনো ভোগান্তি নেই।’

মাগুরা থেকে আসা কাওসার হোসাইন বলেন, ‘খুব খুব ভালো পরিবেশ ছিল সড়ক ও ফেরিঘাটে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ঈদের আগে বাড়িতে গিয়েছি, এখন ভোগান্তি ছাড়া কর্মস্থলে ফিরছি।’

আনিসুর রহমান বলেন, ‘এবারই প্রথম ভোগান্তি ছাড়া ঈদে বাড়িতে ফিরেছি, আবার কর্মস্থলে ফিরছি। আমাদের চাওয়া, প্রতি ঈদে যেন এমন পরিবেশ থাকে।’

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তায় সজাগ আছি। যাত্রীদের নিরাপত্তায় রাতে টহল, দিনে টহল অব্যাহত রেখেছি। ফেরিতে যাত্রীরা যেন ছিনতাই বা হয়রানির শিকার না হয়, সেদিকেও আমরা নজর রেখেছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌ-রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত