সড়কে ফাটলের কারণ ‘নিম্নমানের কাজ’
গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের রাজদীঘির পশ্চিমপাড় থেকে টাংকিরপাড় পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণের দুই মাসের মাথায় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক তৈরি করায় এ ভাঙন দেখা দিয়েছে।