মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা
ঢাকা-আরিচা মহাসড়ক একসময় মরণফাঁদ হিসেবে পরিচিত ছিল। তবে বাঁক প্রশস্তকরণ, ডিভাইডার বসানো, বাসস্ট্যান্ড এলাকাগুলোতে ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন, আন্ডারপাস, ওভারব্রিজ এবং বাস-বে নির্মাণ করায় সড়কে দুর্ঘটনা কমে এসেছিল। তবে সম্প্রতি এ মহাসড়কে আবারও বেড়েছে দুর্ঘটনা।