Ajker Patrika

ধূমপানের অভিযোগে চার স্কুলছাত্রী বহিষ্কৃত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৭: ০৮
ধূমপানের অভিযোগে চার স্কুলছাত্রী বহিষ্কৃত

গাজীপুরের টঙ্গীতে স্কুল পোশাক পরে রাস্তায় ধূমপান করার অভিযোগে চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রমজান মাসে কোচিং সেন্টারে পড়তে এসে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

জানা যায়, গত রমজান মাসে ওই প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে একটি কোচিং সেন্টারে পড়তে যায়। এ সময় কোচিং সেন্টারের পাশের গলিতে স্কুল পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করে ওই চার ছাত্রী। এ সময় পাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবককে ডেকে এনে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বিকেলে শিক্ষার্থীরা স্কুলটির প্রধান ফটকে অবস্থান নিলে আন্দোলনের গুজব ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষার্থী বলে, রমজান মাসে কোচিং শুরুর আগে চার ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠীরা ওই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে শিক্ষকেরা ভিডিও দেখে অভিভাবকদের জানান। শনিবার বিকেলে বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলের সামনে ভিড় জমায়।

সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, ‘রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত বৃহস্পতিবার চার ছাত্রীকে মৌখিকভাবে স্কুলে না আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি জেনে অন্যান্য শিক্ষার্থীরা স্কুলে এসে জড়ো হয়েছে। কোনো শিক্ষার্থী বিক্ষোভ করেনি। বিষয়টি গাজীপুরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আগামীকাল কথা হবে।’

গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীদের ভিডিওটি ফেসবুকে কারা ছড়িয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি। ছাত্রীদের পরিবারের অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত