Ajker Patrika

সড়কেই মুরগির খাদ্য ওঠানামা, যানজট

আপডেট : ১৫ মে ২০২২, ১১: ০৮
সড়কেই মুরগির খাদ্য ওঠানামা, যানজট

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্ক করে ৪ দিন ধরে চলছে ওঠানামার কাজ। এতে বাধাগ্রস্ত হচ্ছে ওই সড়কের যান চলাচল। ২ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২ ঘণ্টার বেশি।

যানজটে পড়ে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিউ হোপ ফিডমিল লিমিটেড নামে একটি কোম্পানির গাড়ির মালামাল ওঠানামা করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ওই সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, ‘২ ঘণ্টা ধরে এই সড়কে বসে আছি। একটু সামনেও যাওয়া যাচ্ছে না। পুরো রাস্তা বন্ধ। অনেক ভোগান্তি হচ্ছে।’

রাস্তায় চলাচলকারী যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিন ধরে এ সড়কে চলাচল করা যাচ্ছে না। এমন ভোগান্তি আর কত দিন! এভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে ওঠানামা করার কোনো আইন আছে কি না?’

জানা যায়, নিউ হোপ ফিডমিল কারখানায় হঠাৎ করেই গত বুধবার থেকে গাড়ির চাপ বেড়ে যায়। প্রতিদিন শত শত ট্রাক, কাভার্ড ভ্যান মালামাল নিয়ে আসছে। আবার কারখানা থেকে পোলট্রি ফিড নিয়ে যাচ্ছে। কারখানায় আসা গাড়িগুলো মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওপর পার্কিং করায় ওই সড়কের যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অনেক সময়ই বন্ধ হয়ে যাচ্ছে ওই সড়কের যান চলাচল। গত ৪ দিন ধরে রাস্তায় লেগে রয়েছে যানজট। শুক্রবার থেকে সড়কে যানজটের অবস্থা চরম আকার ধারণ করে। দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি এসে জড়ো হয় কারখানার সামনে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথে চলাচলকারী যানবাহন ১০ কিলোমিটার ঘুরে মাওনা যাতায়াত করছে।

এ বিষয়ে কারখানার এইচআর অ্যাডমিন রাজীবুল হক জানান, হঠাৎ করেই ব্রয়লার মুরগির খাদ্য উৎপাদনের কাঁচামালের দাম বেড়ে গেছে। এতে করে দেশের বিভিন্ন ফিড মিল খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে কেবল নিজস্ব খামারিদের খাদ্য দিচ্ছে। এ কারখানার কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ বন্ধ না করায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে খাদ্য নিতে শত শত ট্রাক এসে ভিড় জমাচ্ছে। মালামাল লোড-আনলোড করার কাজ একই সঙ্গে চলছে। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে গাড়ি চলে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রীপুর থানা-পুলিশ কাজ করছে। শনিবার রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জনদুর্ভোগ কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত