Ajker Patrika

জমি লিখে না দেওয়ায় মাকে ইটের আঘাত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১১: ১৪
জমি লিখে না দেওয়ায় মাকে ইটের আঘাত

মানিকগঞ্জের ঘিওর বসতবাড়ির জমি লিখে না দেওয়ায় মাকে ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় ঘিওর উপজেলার চরবাইজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চরবাইজুরী গ্রামে মাকে মারধর করে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দিয়ে আহত করেছেন ছেলে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধা মাকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঘিওর থানায় ছেলে রতন (৪৮) এবং পুত্রবধূ রাশেদাকে আসামি করে একটি অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত সন্তোষ মোল্লার ছেলে রতন মোল্লা দীর্ঘ দিন ধরে তাঁর মা ডালিমনকে (৬৫) তাঁদের বসতবাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে মাকে প্রচণ্ড গালিগালাজ করেন রতন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাকে প্রথমে পিটিয়ে এবং পরে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেন তিনি। পরে স্থানীয়রা তাঁকে মারাত্মক আহত অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ডালিমন বেগম বলেন, ‘বসতবাড়ির জমি লিখে না দেওয়ায় রতন আমাকে প্রায়ই মারধর করত। এ ব্যাপারে কয়েকবার সালিস হয়েছে। কয়েকবার আত্মীয়-স্বজন নিয়ে বসা হয়েছে। কয়েক দিন ভালো থাকে রতন। আবার পরে জমি লিখে নিতে চায়। শুক্রবার সন্ধ্যার দিকে সে জোর করে আমার কাছ থেকে জমি লিখে নিতে চায়। না করলে আমাকে মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

গতকাল দুপুরে অভিযুক্ত রতনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতীফ জানান, রতন এর আগে বহুবার তাঁর মাকে মারধর করেছে। এলাকার সালিসে তাঁকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ ব্যাপারে তাঁকে সতর্ক করতে গেলে তিনি উল্টো হুমকি-ধমকি দেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, রতনের মা দুজনকে আসামি করে ঘিওর থানায় একটি অভিযোগ করেছেন। দ্রুত তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত