শঙ্কার মধ্যেই আমনের চাষ
তীব্র খরা, লোডশেডিং, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির কারণে লোকসানের শঙ্কা মাথায় নিয়েই আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চাষিরা। বৃষ্টিনির্ভর আমন চাষ এবার পুরোপুরি সেচের ওপর নির্ভর করতে হচ্ছে। তা ছাড়া খরার কারণে জমিতে বাড়তি সারও ব্যবহার করতে হচ্ছে।