Ajker Patrika

কাপাসিয়ার কলেজ রোড ভাঙা, চলাচলে ভোগান্তি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কলেজ রোড বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী বলছেন, সড়কটি সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। পাশেই রয়েছে উপজেলা সাবরেজিস্ট্রি ও আয়কর অফিস। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষজনকে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু সড়কটি বেহাল হয়ে পড়ায় ভোগান্তি চরমে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের দুপাশের বাসাবাড়ি থেকে আসা বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি যেতে পারে না। সড়কটি যাতায়াতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাপাসিয়া বাজারের কলেজ রোডের মোড় থেকে বলদা বাজারের মোড় পর্যন্ত সড়কের ১০টি স্থান ভাঙাচোরা। হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তৈরি হয়েছে গর্ত। বিকল্প উপায় না থাকায় ভোগান্তি নিয়েই চলাচল করছেন উপজেলার চাঁদপুর, দুর্গাপর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার হাজারো মানুষ।

কলেজ রোড এলাকার ব্যবসায়ী মো. সামসুদ্দিন বলেন, এই বেহাল সড়কের মতো কাপাসিয়ায় আর কোনো সড়ক নেই। দুই বছরের বেশি সময় ধরে এই অবস্থায় রয়েছে সড়কটি। পণ্য আনা-নেওয়া করতে ভোগান্তিতে পড়তে হয়।

পথচারী মো. হাবিবুল্লা বলেন, সড়কটি ভাঙা থাকায় হেঁটে আসা-যাওয়া করতেও সমস্যা হয়। রিকশা এই সড়ক দিয়ে চলতে চায় না। চললেও ভাড়া দিতে হয় বেশি। 
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ বলেন, এই সড়ক দিয়ে রিকশা আসতে চায় না। এলেও ভাড়া দিতে হয় বেশি। ১০ টাকার ভাড়া ২০ টাকা দিলেও নিতে চান না চালকেরা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, কলেজ রোড হয়ে বলদা বাজার পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার 
সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত