Ajker Patrika

মন্ত্রী আসবেন বলে ডাকঘর নির্মাণকাজে তড়িঘড়ি

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১০: ৪৩
মন্ত্রী আসবেন বলে ডাকঘর নির্মাণকাজে তড়িঘড়ি

গাজীপুরের শ্রীপুরে প্রধান ডাকঘরের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রের দেওয়া নিয়ম না মেনে  তড়িঘড়ি করে নির্মাণকাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট পোস্টমাস্টার জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আসার কারণে তড়িঘড়ি নির্মাণকাজ করতে চাপ রয়েছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। অনিয়ম হলে কাজে বাধা দেওয়া হবে বলে জানান তিনি।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রধান ডাকঘরের নির্মাণকাজ শেষের পথে। জানা গেছে চলছে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ। জানা গেছে, ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের গাঁথুনি দিয়ে সঙ্গে সঙ্গেই তার ওপর দেওয়া হয়েছে প্লাস্টার। ইটা গাঁথুনির এক সপ্তাহ পর্যন্ত দেয়ালে পানি দেওয়ার পর প্লাস্টার করার কথা। এদিকে সীমানাপ্রাচীর নির্মাণে ব্যবহার করা হচ্ছে না কোনো পিলার। এর ইটের গাঁথুনিতেও সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে প্লাস্টার।

শ্রীপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. ফায়জুদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) টেলিযোগাযোগ মন্ত্রী এই পোস্ট অফিস পরিদর্শনের কথা ছিল। এজন্য কাজ একটু তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে। তবে কাজ শেষ করতে অনিয়ম মেনে নেওয়া হবে না। অনিয়ম করলে কাজে বাধা দেওয়া হবে।’ আপনার সামনেই তো অনিয়ম  হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অফিসে অনেক কাজ, তাই বাইরে নজর দিতে পারছি না।’ 

নির্মাণকাজের দায়িত্বে থাকা মেসার্স মোস্তফা কামালের ঠিকাদার তাজুল ইসলাম বলেন, ‘দরপত্রে দেওয়া নিয়ম অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে।’ আপনি তো ইটের গাঁথুনি দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টার করছেন? এটা কি নিয়মের মধ্যে পড়ে? এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন।

গাজীপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নূর কুতুবুল আলম বলেন, ‘আজ আমি একটু ব্যস্ত আছি, মন্ত্রী মহোদয় আসছেন; এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’ 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গাজীপুরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ বলেন, ‘মন্ত্রীর আসাকে কেন্দ্র করে কোনোভাবেই নির্মাণকাজে তড়িঘড়ি করে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল গাজীপুর সদর ডাকঘর পরিদর্শন করেন। তবে তিনি শ্রীপুরে যাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ