ভিজিএফের চাল জব্দ করলেন ইউএনও, গুদাম মালিকের দাবি কার্ডধারীরা বিক্রি করেছেন
ঠাকুরগাঁও সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকার মেসার্স মেহেদী হাসকিং মিলের একটি গুদাম ঘর থেকে এসব উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক বলছেন, কার্ডধারীরা তাঁ