Ajker Patrika

ট্রেনে ঈদযাত্রা: মেট্রোর আদলে বিশেষ কোচ

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯: ৪৮
ট্রেনে ঈদযাত্রা: মেট্রোর আদলে বিশেষ কোচ

মেট্রোরেলের বগির মতো কোচের ভেতরে দুপাশে ৮০ জন যাত্রী বসার ব্যবস্থা। মাঝখানের প্রশস্ত ফাঁকা জায়গায় আসনবিহীন ১৪১ জন যাত্রী দাঁড়িয়ে যাওয়ার জন্য হাতল ঝোলানো। মাঝেমধ্যে স্টিলের খুঁটি। 

এবার ঈদযাত্রায় ট্রেনে আসনবিহীন যাত্রীদের সুবিধার্থে এমন বিশেষ দুটি কোচ যুক্ত হচ্ছে রেলওয়েতে। পার্বতীপুর-জয়দেবপুর রুটের ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে আজ থেকে যুক্ত হচ্ছে কোচ দুটি। 

গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চলবে। আজ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিনে তিনটি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর ছেড়ে যাবে। 

আসনবিহীন এসব টিকিট ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে। অন্যদিকে ওই ট্রেন ঈদের পরদিন থেকে টানা তিন দিন বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে গাজীপুরে পৌঁছাবে। 

বিশেষ এই কোচ দুটি তৈরি করে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এবার এই কারখানায় ১১০টি যাত্রী কোচ মেরামত করা হয়। ১১০টি কোচের মধ্যে আসনবিহীন যাত্রীদের জন্য দুটি কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতায় নষ্ট ও চলাচলের অযোগ্য কোচগুলো সচল করা সম্ভব হয়েছে। আসনবিহীন যাত্রীদের জন্য তৈরি কোচ দুটি পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত