তিস্তার পানি বাড়ায় ভাঙন আতঙ্কে গঙ্গাচড়ার কয়েক শ পরিবার
কয়েক দিনের টানা বৃষ্টি আর ভারতের সিকিম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বেড়েছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের দেড় হাজারেরও বেশি ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ভাঙনের হুমকিতে রয়েছে উপজেলার কোলকোন্দ, লক্ষ্মীটারী ও নোহালী ইউনিয়নের চরাঞ্চলের কয়েক শ পরিবার।