Ajker Patrika

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ভ্যানচালক, ৫ দিন পর লাশ মিলল জঙ্গলে 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬: ১০
Thumbnail image

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আমরুলবাড়ি বটতলী এলাকার একটি জঙ্গল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। 

নিহত চালকের নাম জিকরুল হক (৪০)। তিনি পার্শ্ববর্তী পলিপাড়া গ্রামের মরহুম মজমুল হকের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিকরুল পেশায় একজন ভ্যানচালক। ৮ জুলাই সকালে তিনি বাড়িতে ভ্যান রেখে বের হন। ওই দিন তিনি বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আজ উপজেলার আমরুলবাড়ি বটতলী এলাকার ওই জঙ্গল থেকে দুর্গন্ধ এলে এলাকার লোকজন ভেতরে ঢুকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ওই লাশটি জিকরুলের বলে শনাক্ত করেন স্বজনেরা। 

নিহতের ছেলে লতিফুল ইসলাম (২০) আজকের পত্রিকাকে বলেন, তাঁর বাবা বিভিন্ন জায়গা থেকে পাঁচ–সাত লাখ টাকার ঋণ নিয়েছিলেন। এর চাপে তিনি আত্মহত্যা করতে পারেন। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ভ্যানচালক জিকরুলের অর্ধগলিত লাশ জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত