মাতলামি করতে আমস্টারডামে এসো না, ব্রিটিশ তরুণদের প্রতি নির্দেশ
ইচ্ছামতো ঘোরাফেরা, মাদক নেওয়া ও বন্য হয়ে ওঠার আশায় আমস্টারডামে আসতে চান, এমন ব্রিটিশ তরুণদের সে–মুখো না হওয়ার পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেছে, লাগামহীন সময় কাটাতে এবং বন্য হয়ে যেতে শহরে আসার পরিকল্পনা যারা করো তারা আমস্টারডাম থেকে দূরে থাক।