Ajker Patrika

উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বেচে দেবেন ইলন মাস্ক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৮: ১২
উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বেচে দেবেন ইলন মাস্ক

টুইটার পরিচালনা করা খুবই কষ্টকর ও যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। এই বিলিয়নিয়ার আরও বলেছেন, উপযুক্ত ক্রেতা পেলে তিনি টুইটার বিক্রি করে দেবেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন। সান ফ্রান্সিসকোতে স্পেসএক্সের সদর দপ্তরে তিনি এ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে গণছাঁটাই, ভুল তথ্য এবং কাজের গতিপ্রকৃতি সম্পর্কে তিনি কথা বলেছেন।

টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না এমন প্রশ্ন করা হলে বিশ্বের দ্বিতীয় ধনী এই ব্যক্তি বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।

কাজের চাপের বিষয়ে মাস্ক বলেন, ‘কাজের চাপ এতই বেড়েছে যে আমাকে মাঝেমধ্যে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি সোফা আছে, ওখানে কেউ যায় না। সেখানেই ঘুমাই। ঘনঘন টুইট করার প্রসঙ্গেও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘রাত তিনটার পর আমার টুইট না করাই উচিত।’

মাস্ক টুইটারে বিবিসির লেবেল ‘সরকারি অর্থায়ন’ থেকে ‘জন অর্থায়নে’ পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিবিসিকে অনেক সম্মান করি। এই সাক্ষাৎকার দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত