এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের জন্য যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাষ্ট্রকে এডিবির দেওয়া ঋণের বিপরীতে দাতা দেশগুলো জামানত দেবে। ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া কর্মসূচিতে প্রাথমিকভাবে ১৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণ দিতে পারবে এডিবি।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে এডিবির ৫৬তম বার্ষিক সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া নতুন এই কর্মসূচির ঘোষণা দেন। জলবায়ু অর্থায়নের জন্য জামানত সুবিধার বিনিময়ে এ ধরনের কর্মসূচি এর আগে কোনো বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক গ্রহণ করেনি বলে এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ইনোভেটিভ ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা আইএফ-সিএপি’ নামের নতুন ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে দাতা দেশ হিসেবে থাকছে- ডেনমার্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন রাষ্ট্রকে দেওয়া এডিবির ঋণের কিছু অংশের বিপরীতে জামানত দেওয়ার পাশাপাশি প্রকল্প প্রস্তুতির জন্য নানা ধরনের অনুদান দেওয়ার বিষয়ে আলোচনা এই দাতাদের সঙ্গে আলোচনা চলছে। জামানতের ফলে ঝুঁকি কমে গিয়ে নতুন জলবায়ু প্রকল্পে অর্থায়নের জন্য পুঁজি বের করা এডিবির জন্য সহজ হবে।
সম্মেলনে এডিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জীবনে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ইস্যু এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা লড়াইয়ের অগ্রভাগে আছি। গত ১২ মাসে আমরা যেসব জলবায়ু সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছি, তা এত জোরালোভাবে ও বারংবার ঘটবে যে এখনই আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। আইএফ-সিএপি চমৎকার, উদ্ভাবনী কর্মসূচি, যার বাস্তব প্রভাব থাকবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এডিবি কীভাবে জলবায়ু ব্যাংক হিসেবে কাজ করে এই কর্মসূচি তার আরেকটি উদাহরণ।’
এডিবি বলছে, ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে প্রাথমিকভাবে ৩০০ কোটি ডলারের জামানত মিলতে পারে। এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অতিপ্রয়োজনীয় জলবায়ু প্রকল্পের জন্য নতুন করে ১৫০০ কোটি পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ তৈরি হবে। ২০১০-২০৩০ মেয়াদে জলবায়ু পরিবর্তনের জন্য এডিবি নিজস্ব সম্পদ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের যে আশা করছে, এই প্রকল্প সেখানেও অর্থায়ন করবে।
জলবায়ু বিনিয়োগ বাড়াতে গ্লোবাল এনার্জি এলায়েন্স ফর পিপল অ্যান্ড প্লানেটসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উৎস, ব্যক্তি খাত, মানবহিতৈষীদের মতো সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে এডিবি।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের জন্য যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাষ্ট্রকে এডিবির দেওয়া ঋণের বিপরীতে দাতা দেশগুলো জামানত দেবে। ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া কর্মসূচিতে প্রাথমিকভাবে ১৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণ দিতে পারবে এডিবি।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে এডিবির ৫৬তম বার্ষিক সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া নতুন এই কর্মসূচির ঘোষণা দেন। জলবায়ু অর্থায়নের জন্য জামানত সুবিধার বিনিময়ে এ ধরনের কর্মসূচি এর আগে কোনো বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক গ্রহণ করেনি বলে এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ইনোভেটিভ ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা আইএফ-সিএপি’ নামের নতুন ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে দাতা দেশ হিসেবে থাকছে- ডেনমার্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন রাষ্ট্রকে দেওয়া এডিবির ঋণের কিছু অংশের বিপরীতে জামানত দেওয়ার পাশাপাশি প্রকল্প প্রস্তুতির জন্য নানা ধরনের অনুদান দেওয়ার বিষয়ে আলোচনা এই দাতাদের সঙ্গে আলোচনা চলছে। জামানতের ফলে ঝুঁকি কমে গিয়ে নতুন জলবায়ু প্রকল্পে অর্থায়নের জন্য পুঁজি বের করা এডিবির জন্য সহজ হবে।
সম্মেলনে এডিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জীবনে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ইস্যু এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা লড়াইয়ের অগ্রভাগে আছি। গত ১২ মাসে আমরা যেসব জলবায়ু সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছি, তা এত জোরালোভাবে ও বারংবার ঘটবে যে এখনই আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। আইএফ-সিএপি চমৎকার, উদ্ভাবনী কর্মসূচি, যার বাস্তব প্রভাব থাকবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এডিবি কীভাবে জলবায়ু ব্যাংক হিসেবে কাজ করে এই কর্মসূচি তার আরেকটি উদাহরণ।’
এডিবি বলছে, ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে প্রাথমিকভাবে ৩০০ কোটি ডলারের জামানত মিলতে পারে। এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অতিপ্রয়োজনীয় জলবায়ু প্রকল্পের জন্য নতুন করে ১৫০০ কোটি পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ তৈরি হবে। ২০১০-২০৩০ মেয়াদে জলবায়ু পরিবর্তনের জন্য এডিবি নিজস্ব সম্পদ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের যে আশা করছে, এই প্রকল্প সেখানেও অর্থায়ন করবে।
জলবায়ু বিনিয়োগ বাড়াতে গ্লোবাল এনার্জি এলায়েন্স ফর পিপল অ্যান্ড প্লানেটসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উৎস, ব্যক্তি খাত, মানবহিতৈষীদের মতো সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে এডিবি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস ও রেসিপ্রোকাল ট্যারিফ সুবিধা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ এক বছরের মধ্যে মার্কিন বাজার থেকে অতিরিক্ত দেড় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির পরিকল্পনা নিয়েছে। বাণিজ্যিক ভারসাম্য ফিরিয়ে আনতে সরকার একদিকে যেমন বৃহৎ পরিসরে সরকারি আমদানির অর্ডার বাড়াচ্ছে...
৭ ঘণ্টা আগেদেশের ওয়াক্ফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের একটি সভা আজ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
৮ ঘণ্টা আগেওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তিনটি জনপ্রিয় মনিটর মডেলের দাম কমিয়েছে। ফলে গ্রাহকেরা এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন।
৯ ঘণ্টা আগে