যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা
ময়মনসিংহ নগরবাসীর জন্য যানজট ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে। সরু সড়কে অতিরিক্ত ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা, বাস এবং লেভেল ক্রসিংয়ের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। এতে খোদ প্রশাসন, রাজনৈতিক ও পরিবহননেতারা ভোগান্তি পোহালেও নিরসনে নেই কোনো তোড়জোড়।