নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না, যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। আজ রোববার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ মন্তব্য করেন।
ঈদযাত্রা শুরু না হতেই ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট শুরু হয়েছে। ঈদের আগে আগে তো সমস্যা আরও বাড়বে। ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপের বিষয়ে সড়ক সচিব বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখেছি। পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান সচিব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সচিব জানান, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, লোকালয় থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গোড়াই এ তিনটি ফ্লাইওভার আমরা আগামীকাল সোমবারের মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল (শনিবার) সরেজমিনে দেখার জন্য গিয়েছি। এগুলো খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।
সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু সোমবার খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, যেসব স্থান সমস্যা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজট প্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি আমরা।
এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। তা বিবেচনায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক সচিব। তিনি বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ বিভাগের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি রয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না, যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। আজ রোববার সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ মন্তব্য করেন।
ঈদযাত্রা শুরু না হতেই ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট শুরু হয়েছে। ঈদের আগে আগে তো সমস্যা আরও বাড়বে। ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপের বিষয়ে সড়ক সচিব বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল, এই করিডরেও যানজটের অভিজ্ঞতা আছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে বিআরটি করিডরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন। রাস্তা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সবাইকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করেছি আমরা। কী কী সমস্যা আছে দেখেছি। পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনো কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে উল্লেখ করে আবারও সেখানে পরিদর্শনের কথা জানান সচিব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সচিব জানান, জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, লোকালয় থাকায় এখানে যানজট সব সময় লেগেই থাকত। নওজোর, সফিপুর ও গোড়াই এ তিনটি ফ্লাইওভার আমরা আগামীকাল সোমবারের মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল (শনিবার) সরেজমিনে দেখার জন্য গিয়েছি। এগুলো খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।
সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু সোমবার খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, যেসব স্থান সমস্যা প্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজট প্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি আমরা।
এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। তা বিবেচনায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক সচিব। তিনি বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ বিভাগের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি রয়েছে।
যদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৪ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
২৩ মিনিট আগে‘অনেক সংস্থার বড় বড় ভবন হয়েছে। কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এ কথা বলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে য
২৭ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
৩৪ মিনিট আগে