এক চালকলেই এত নামী কোম্পানির চাল!
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বাটিকামারা এলাকার আনসার অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের চালকলে প্রস্তুত হচ্ছে মামা-ভাগনে, সুপার স্বর্ণা, আহাদ স্পেশাল, সাফি স্পেশাল, নয়ন অ্যাগ্রো ফুড, এফআরআরসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের চাল। অথচ এসব চাল প্রস্তুতের খাদ্যগুদাম কর্তৃপক্ষের কোনো অনুমতি নেই।