Ajker Patrika

বিলম্বে আমন আবাদ খরচ বেড়ে দ্বিগুণ

মিলন উল্লাহ, কুষ্টিয়া
Thumbnail image

মৌসুমের শুরুতে চাহিদামতো বৃষ্টি না হওয়ায় কুষ্টিয়ায় এবার আমনের আবাদ শুরু হয়েছে দেরিতে। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাশাপাশি জ্বালানি তেল ও সারের দাম বেড়েছে। কৃষকেরা বলছেন, সব মিলিয়ে আমন আবাদে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে কৃষি বিভাগ বলছে, লোকসান পোষাতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবারে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৮ হাজার ৮৯৫ হেক্টর। কিন্তু এ পর্যন্ত অর্জিত হয়েছে ৮৮ হাজার ৫ হেক্টর। একে তো অনাবৃষ্টিতে পানির জন্য কৃষকের হাহাকার এর ওপর ডিজেলের দাম বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ। তাই চলতি মৌসুমের ধান আবাদ নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে।

কৃষকেরা জানান, আমন মৌসুমে তাঁদের মূল ভরসা বৃষ্টি। কিন্তু ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় ধান লাগাতে বেশ কয়েক দিন দেরি হয়েছে। যার ফলে নির্ধারিত সময়ের অনেক পরে ধান উঠবে। এর প্রভাব পড়বে ধানের বাজারে। আছাদুল ইসলাম মিরপুর উপজেলার মশান এলাকার কৃষক। গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় তিনি জমিতে ধান লাগাচ্ছেন। জানতে চাইলে আছাদুল বলেন, ‘এবার সময় মতো বৃষ্টি হয়নি। বৃষ্টির আসায় থাকতে গিয়ে প্রায় এক মাস ধান আবাদে পিছিয়ে পড়েছি। মাঝে কয়েক দিন বৃষ্টি হয়েছে, সেই কারণ এখন ধান লাগাতে শুরু করেছি। কিন্তু কয়েক দিন পরেই আবার সেচ দেওয়া লাগবে। এর মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে বিকল্প পথে পানির ব্যবস্থা করতে হবে। আবার শোনা যাচ্ছে, জিকের পাম্প একটা নষ্ট হয়ে গেছে, তাই চিন্তায় আছি।’

শরিফুল ইসলাম নামের মিরপুরের আরেক কৃষক বলেন, ‘যেসময় ধানের গোছা মোটা হয়ে যাওয়ার কথা, এবার সেই সময় চারা রোপণ করা হচ্ছে। বৃষ্টির অভাবেই এমনটা হয়েছে। ধানের ভরা মৌসুমেও চাহিদা মতো বৃষ্টির দেখা না মেলায় সেচের জন্য শ্যালোমেশিন ওপর নির্ভর হতে হচ্ছে। কিন্তু ডিজেলের দাম বৃদ্ধির কারণে সেখানেও কৃষককে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। সঙ্গে বেড়েছে সারের দামসহ কীটনাশক এবং শ্রমিকের দাম। ফলে ধানের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। ধানের যা দাম তাতে কৃষকেরা আর পুষিয়ে উঠতে পারছে না। এতে আমন আবাদ চরমভাবে ব্যাহত হচ্ছে।’

এসব বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হায়াত মাহামুদ বলেন, ‘আমন ধান আবাদের মৌসুমে কৃষকেরা মূলত বৃষ্টির ওপরেই অনেকটা নির্ভরশীল থাকেন। তাই অনাবৃষ্টি এবং একই সময় ডিজেলের মূল্য বৃদ্ধি কৃষকদের খরচ কিছুটা বাড়াবে। তবে কৃষকদের লোকসান পোষাতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত