কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
‘কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। দরজা খুলে ভেতরে ঢুকতেই গা ছমছম করছিল। হঠাৎ কানে বেজে উঠল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। একটু এগোতেই একে একে চোখে পড়ল বঙ্গবন্ধুর ব্যবহৃত কালো চশমা, মুজিব কোটের প্রতিরূপ, কারাগারের রোজনামচা। কেমন যেন লাগছিল। এক অন্য রকম অনুভূতি। মনে হলো, বাস্তবে যেন বঙ্গবন্ধু ছুঁয়ে দিল আমাকে।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে মেহেদী হাসানের সঙ্গে কথা হচ্ছিল এ প্রতিবেদকের। তিনি শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর ঘুরে এসে এই অনুভূতি জানান। মেহেদী বেসরকারি সংস্থা ব্র্যাকের কুমারখালী শাখা ব্যবস্থাপক। সঙ্গে ছিল প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া তিন কন্যা।
মেহেদী হাসান বলেন, ‘প্রদর্শনের আয়োজনটা জীবন্ত ও বাস্তবমুখী হয়েছে। বই পড়ার চেয়ে জাদুঘরে এলে শিক্ষার্থীরা খুব সহজে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা সম্পর্কে জানতে এবং মনে রাখতে পারবে। আমার তিন কন্যাকে সঙ্গে নিয়ে জাদুঘরে ঢুকেছিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সব দেখিয়েছি।’
এ বিষয়ে মেহেদী হাসানের মেয়ে শিশুশ্রেণিতে পড়ুয়া তারিন বলে, ‘বাবার সঙ্গে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু মেলা দেখেছি। মুজিব কোট, কারাগার, চশমা দেখেছি। খুব ভালো লেগেছে।’
কুমারখালী রেলের স্টেশনমাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে পৌঁছায়। জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মসহ সর্বসাধারণকে জানার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সকালে জাদুঘর প্রদর্শনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। গতকাল রাত ৮টা পর্যন্ত চলে জাদুঘর প্রদর্শন।
জানা গেছে, গতকাল সকালে রেল জাদুঘর পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ। এ বিষয়ে আব্দুল মান্নান খান বলেন, জাদুঘরে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বাস্তব চিত্র ফুটে উঠেছে। এভাবে প্রদর্শন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারবে।
‘কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। দরজা খুলে ভেতরে ঢুকতেই গা ছমছম করছিল। হঠাৎ কানে বেজে উঠল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। একটু এগোতেই একে একে চোখে পড়ল বঙ্গবন্ধুর ব্যবহৃত কালো চশমা, মুজিব কোটের প্রতিরূপ, কারাগারের রোজনামচা। কেমন যেন লাগছিল। এক অন্য রকম অনুভূতি। মনে হলো, বাস্তবে যেন বঙ্গবন্ধু ছুঁয়ে দিল আমাকে।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে মেহেদী হাসানের সঙ্গে কথা হচ্ছিল এ প্রতিবেদকের। তিনি শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর ঘুরে এসে এই অনুভূতি জানান। মেহেদী বেসরকারি সংস্থা ব্র্যাকের কুমারখালী শাখা ব্যবস্থাপক। সঙ্গে ছিল প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া তিন কন্যা।
মেহেদী হাসান বলেন, ‘প্রদর্শনের আয়োজনটা জীবন্ত ও বাস্তবমুখী হয়েছে। বই পড়ার চেয়ে জাদুঘরে এলে শিক্ষার্থীরা খুব সহজে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা সম্পর্কে জানতে এবং মনে রাখতে পারবে। আমার তিন কন্যাকে সঙ্গে নিয়ে জাদুঘরে ঢুকেছিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সব দেখিয়েছি।’
এ বিষয়ে মেহেদী হাসানের মেয়ে শিশুশ্রেণিতে পড়ুয়া তারিন বলে, ‘বাবার সঙ্গে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু মেলা দেখেছি। মুজিব কোট, কারাগার, চশমা দেখেছি। খুব ভালো লেগেছে।’
কুমারখালী রেলের স্টেশনমাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে পৌঁছায়। জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মসহ সর্বসাধারণকে জানার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সকালে জাদুঘর প্রদর্শনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। গতকাল রাত ৮টা পর্যন্ত চলে জাদুঘর প্রদর্শন।
জানা গেছে, গতকাল সকালে রেল জাদুঘর পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ। এ বিষয়ে আব্দুল মান্নান খান বলেন, জাদুঘরে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বাস্তব চিত্র ফুটে উঠেছে। এভাবে প্রদর্শন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪