Ajker Patrika

‘বঙ্গবন্ধু যেন ছুঁয়ে দিলেন’

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
‘বঙ্গবন্ধু যেন ছুঁয়ে দিলেন’

‘কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত। দরজা খুলে ভেতরে ঢুকতেই গা ছমছম করছিল। হঠাৎ কানে বেজে উঠল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। একটু এগোতেই একে একে চোখে পড়ল বঙ্গবন্ধুর ব্যবহৃত কালো চশমা, মুজিব কোটের প্রতিরূপ, কারাগারের রোজনামচা। কেমন যেন লাগছিল। এক অন্য রকম অনুভূতি। মনে হলো, বাস্তবে যেন বঙ্গবন্ধু ছুঁয়ে দিল আমাকে।’

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে মেহেদী হাসানের সঙ্গে কথা হচ্ছিল এ প্রতিবেদকের। তিনি শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর ঘুরে এসে এই অনুভূতি জানান। মেহেদী বেসরকারি সংস্থা ব্র্যাকের কুমারখালী শাখা ব্যবস্থাপক। সঙ্গে ছিল প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া তিন কন্যা।

মেহেদী হাসান বলেন, ‘প্রদর্শনের আয়োজনটা জীবন্ত ও বাস্তবমুখী হয়েছে। বই পড়ার চেয়ে জাদুঘরে এলে শিক্ষার্থীরা খুব সহজে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা সম্পর্কে জানতে এবং মনে রাখতে পারবে। আমার তিন কন্যাকে সঙ্গে নিয়ে জাদুঘরে ঢুকেছিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে তাদের  সব দেখিয়েছি।’

এ বিষয়ে মেহেদী হাসানের মেয়ে শিশুশ্রেণিতে পড়ুয়া তারিন বলে, ‘বাবার সঙ্গে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু মেলা দেখেছি। মুজিব কোট, কারাগার, চশমা দেখেছি। খুব ভালো লেগেছে।’

কুমারখালী রেলের স্টেশনমাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গণে পৌঁছায়। জাতির পিতা বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী,  স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মসহ সর্বসাধারণকে জানার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার সকালে জাদুঘর প্রদর্শনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। গতকাল রাত ৮টা পর্যন্ত চলে জাদুঘর প্রদর্শন। 
জানা গেছে, গতকাল সকালে রেল জাদুঘর পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ। এ বিষয়ে আব্দুল মান্নান খান বলেন, জাদুঘরে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বাস্তব চিত্র ফুটে উঠেছে। এভাবে প্রদর্শন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত