হাসপাতাল যেন অটোস্ট্যান্ড
দেখে মনে হবে, ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড। কিন্তু না, এটি একটি হাসপাতাল। এ দৃশ্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের। হাসপাতাল চত্বর, পুরোনো ভবনের সামনে, নতুন ভবনের সামনে তথা হাসপাতাল এলাকার সব স্থানেই সারি সারি ইজিবাইক রাখছেন চালকেরা।