Ajker Patrika

নিলামে পাঁচ তলা কাঠের বাড়ি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪: ০৩
নিলামে পাঁচ তলা কাঠের বাড়ি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের দৃষ্টিনন্দন পাঁচ তলা কাঠের বাড়িটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক আব্দুর রশীদ জোয়ার্দার। তিনি জানান, কর্মময় জীবন থেকে অবসর নিতে এ সিদ্ধান্ত। ১২ ফেব্রুয়ারি নিলামের দিন ঠিক করা হয়েছে। বাড়িটি কেনতে ইচ্ছুক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশ নিতে হবে। জমিসহ কাঠের বাড়িটি কোটি টাকায় বিক্রি করতে চান আব্দুর রশীদ।

জানা গেছে, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ ভবন মাঠের সঙ্গেই ১২ শতক জমির ওপর দৃষ্টিনন্দন এ কাঠের বাড়িটি। প্রায় পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ। বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। নিচতলায় রেস্টুরেন্ট আর অন্য তলায় শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন।

২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৩৫ ফুট উচ্চতার ৫ তলা কাঠের এ বাড়িটি। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বেড়াতে আসা অনেকেই আসছেন এখানে, মুগ্ধ হচ্ছেন নির্মাণ শৈলী দেখে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে বাড়িটি।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠের সামনেই পাঁচতলা কাঠের বাড়িটি। প্রবেশ পথেই রয়েছে টিকিট কাউন্টার। ভেতরে দৃষ্টিনন্দন সাজসজ্জা। ফুটিয়ে তোলা হওয়া বাঙালি জীবনের ইতিহাস ঐতিহ্য। কয়েকজন দর্শনার্থীর দেখাও মেলে সেখানে।

এ বিষয়ে বাড়িটির মালিক আব্দুর রশীদ জোয়ার্দার বলেন, ‘কসমেটিকসের ব্যবসা করতাম। শখের বসে ৫ বছর আগে কাঠের বাড়িটি তৈরির কাজ শুরু করেছিলাম। বর্তমানে পাঁচতলায় রূপ নিয়েছে। বাড়ির ভেতরে বাঙালি জীবনের প্রায় প্রতিটি ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিদিনই প্রায় শতাধিক দর্শনার্থী এক নজর বাড়িটি দেখার জন্য আসেন।’ এক কোটি টাকায় বাড়িটি বিক্রি করতে চান বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত