Ajker Patrika

কুষ্টিয়ায় ১১৪ জনের করোনা, মৃত্যু ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৬
কুষ্টিয়ায় ১১৪ জনের করোনা, মৃত্যু ২

কুষ্টিয়ায় প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে না চলায় এ পরিস্থিতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনাক্ত বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও।

জেলা প্রশাসন এবং সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৭ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯৪ জনে। মৃতদের একজন মিরপুরের এবং অন্যজন সদর উপজেলার বাসিন্দা।

করোনা রোগীর চিকিৎসার জন্য ৫০ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও আশরাফুল ইসলাম।

এদিকে, জেলায় করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না। মাস্ক না পরেই অধিকাংশ মানুষ শহরে, হাটে, গ্রামে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ায় করোনা শনাক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। তবে করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্তের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না, তাই বেশির ভাগ রোগীই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এরপর হাসপাতালে করোনার জন্য ৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত