Ajker Patrika

২৮ টাকার ইনজেকশন ১০০ টাকা, ফার্মেসিতে তালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ৫৯
Thumbnail image

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মেসার্স চন্দন ওষুদের দোকান (ফার্মেসি) মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও ফার্মেসিটি সাত দিনের জন্য সিলগালা করা হয়েছে। ২৮ টাকার জেসোকেইন ইনজেকশন ১০০ টাকায় বিক্রির অপরাধে গতকাল রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা ও সিলগালা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের রনি বিশ্বাসের স্ত্রী লাবণ্য শেখ গত শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে মেসার্স চন্দন ফার্মেসিতে যান জেসোকেইন ইনজেকশন কিনতে। ইনজেকশনের মূল্য ২৮ টাকা হলেও ফার্মেসির লোকজন দাম রাখেন ১০০ টাকা। লাবণ্য শেখের অভিযোগের ভিত্তিতে গতকাল চন্দন ফার্মেসিতে অভিযান চালিয়ে এর সত্যতা প্রমাণিত হয়। পরে ফার্মেসি মালিক ফরিদ উদ্দিন চন্দনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফার্মেসির নামে লাইসেন্স থাকলেও কোনো ফার্মাসিস্ট না থাকায় ওই ফার্মেসিকে সাত দিনের জন্য সিলগালা করা হয়েছে।

অভিযানের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত