Ajker Patrika

অপরাধ ঠেকাতে বসানো সিসি ক্যামেরা চুরির ঘটনায় গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪: ০৫
অপরাধ ঠেকাতে বসানো সিসি ক্যামেরা চুরির ঘটনায় গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৪ নম্বর চাঁদগ্রাম ইউনিয়নের সিসি ক্যামেরা চুরির ঘটনায় মিঠু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়। মিঠু চাঁদগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, চাঁদগ্রামকে ডিজিটাল ইউনিয়নে রূপ দেওয়ার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরা বসানো হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে ও বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেন। গত বছর সেপ্টেম্বরে এটি বাস্তবায়ন করেন। প্রায় ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হয়। এতে ব্যয় হয় আনুমানিক ১৩ লাখ টাকা।

তবে এলাকার নানাবিধ অপরাধে জড়িত দুর্বৃত্তরা ও তাদের মদদদাতারা এ সিসিটিভি স্থাপনে অস্বস্তি বোধ করতে থাকে। গত ৭ ডিসেম্বর রাতে চাঁদগ্রাম মধ্যপাড়া মসজিদ মোড় পয়েন্ট থেকে ৩টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ ডিসেম্বর চাঁদগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম মন্টু থানায় অভিযোগ করেন। সিসি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ঘটনার প্রায় দেড় মাস পর চুরির সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে আটক করা হয়।

ওসি মজিবুর রহমান জানান, আদালতে মিঠু জবানবন্দি দিয়েছেন। এতে তিনি অপরাধ স্বীকার করেছেন।

চেয়ারম্যান আব্দুল হাফিজ বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে এটি পরিচালিত হয়। সিসি টিভিতে ডাটা সংরক্ষিত থাকে। এটি বাস্তবায়নে অনেকাংশে অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আর কোনোভাবেই অপরাধীরা অপরাধ করে রেহাই পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত