ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা
‘ক্লাসে আসতি পেরে কত যে খুশি, তা বলে বোঝাতে পারব না। স্নাতক পর্যায়ে যাওয়ার সময় এসে গেছে। অথচ একটি দিনও কলেজের ক্লাসে আসা হয়নি। তাই পরীক্ষার আগে অন্তত কলেজে এসে ক্লাসে ঢুকতে পেরেছি, সহপাঠীদের সঙ্গে পরিচিত হতে পেরেছি, তাতে আনন্দের সীমা নেই।’