Ajker Patrika

বাসচালক লিয়াকত হত্যার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৫
বাসচালক লিয়াকত হত্যার আসামি গ্রেপ্তার

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকার বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ মোল্লাসহ (৪৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)। ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্লার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে সাংবাদিকদের সামনে আসামিদের হাজির করা হয়নি।

এর আগে এ মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মামলার বাদী নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তাঁর স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করেছে আসামিরা। এ হত্যাকাণ্ডে ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...