Ajker Patrika

টাকা ছাড়া কাজ হয় না নির্বাচন অফিসে

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ১২
টাকা ছাড়া কাজ হয় না নির্বাচন অফিসে

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে সেবা নিতে টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। ভোটার তালিকায় নাম ওঠানো, ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণির কর্মচারী টাকা নেন বলে সাংবাদিকদের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার শীতলবাটি গ্রাম থেকে স্ত্রী সামিয়া বেগমের নাম ভোটার তালিকায় নাম লেখাতে গত বুধবার স্ত্রীসহ নির্বাচন অফিসে এসেছিলেন রানা ফকির। পিয়ন মির্জা তাঁর কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় নির্বাচন কমিশনের ম্যাসেজ নেই বলে তাকে ফেরত দিয়েছেন বলে অভিযোগ করেন রানা ফকির। পরে সাংবাদিকদের কাছে অভিযোগ করার বিষয়টি জানতে পেরে তাঁর স্ত্রীর ছবি তোলার কাজটি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসের পিয়ন মির্জা মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্টরা ওই সব অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুজন কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেছেন, সিরিয়াল রক্ষার জন্য ম্যাসেজের কথা বলা হয়। তবে টাকা নেওয়ার বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

তবে কালিয়া উপজেলা নির্বাচন অফিসের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টিতে প্রমাণসহ লিখিত অভিযোগ করতে সাংবাদিকদের পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত