Ajker Patrika

পক্ষে-বিপক্ষে মানববন্ধন ধাওয়া-পাল্টা ধাওয়া

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৯
পক্ষে-বিপক্ষে মানববন্ধন ধাওয়া-পাল্টা ধাওয়া

নড়াইল শহরে প্রস্তাবিত সড়ক চারলেন করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার সকালে দুপক্ষ শহরের রূপগঞ্জ এলাকায় মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধনে অংশগ্রহণের জন্য দুপক্ষের লোকজন আসতে শুরু করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।

এ সময় প্রস্তাবিত সড়ক চারলেন করার পক্ষে ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাংসদ মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলমসহ ব্যবসায়ীরা।

অপরদিকে চারলেনের বিপক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ও নজরুল ইসলামসহ কিছুসংখ্যক ব্যবসায়ীরা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পের বিপক্ষের লোকজনদের ওপর হামলার প্রতিবাদে রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি। আশা করি নড়াইলের উন্নয়নের স্বার্থে সকলে একমতে পৌঁছাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...