Ajker Patrika

ভারী বর্ষণে ডুবল আমনের খেত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ১০
ভারী বর্ষণে ডুবল আমনের খেত

দু তিনদিনের বৃষ্টিপাতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিচু এলাকার শত একর আমন ধানের খেত পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি খেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন বিপাকে।

গত রোববার ও সোমবার দুই দিন রাতভর বৃষ্টি হয়। গত মঙ্গলবার সকালেও সামান্য বৃষ্টি হয়। এতে করে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব বিলের আমন খেত পানিতে তলিয়ে গেছে।

পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমন চাষি আকবার গাজী বলেন, ‘আমার জমির ব্রি-১০ জাতের আমন ধান খেত প্রায় এক হাত পানির নিচে। পানি দ্রুত না নামলে ধান হবে না।

এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, উঁচু জমির আমন ধানের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত