Ajker Patrika

পরিবেশবান্ধব গাভি পালন বিষয়ে কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৫
পরিবেশবান্ধব গাভি পালন বিষয়ে কর্মশালা

সাতক্ষীরা তালায় ব্যবসায় সনদ শীর্ষক গাভি পালন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে বে-সরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস, ই, পি (ডেইরি) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।

উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার চিকিৎসক সঞ্জয় বিশ্বাস, ইউপি সদস্য মো. আবদুর রাজ্জাক ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান।

এ সময় আধুনিক পদ্ধতিতে পরিবেশবান্ধব গাভি পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. জহিরুল ইসলাম।

কর্মশালায় ২০ জন খামারি অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় টেকসই এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে গাভি পালন ও খামার রেজিস্ট্রেশনের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া গাভি পালনে স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে বিভিন্ন পরামর্শ দেওয়াূ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...