শেরপুরে ধানে ব্লাস্টের আক্রমণ
শেরপুরে ‘নেক ব্লাস্ট’ বা ঘাড় পচা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফলন নিয়ে শঙ্কায় কৃষকেরা। এ রোগের কারণে ধানগাছের শিষ শুকিয়ে ধানে চিটা হয়ে যাচ্ছে। একদিকে সম্প্রতি হয়ে যাওয়া শিলাবৃষ্টিতে বোরো আবাদের ক্ষতি, আরেকদিকে নেক ব্লাস্টের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।