Ajker Patrika

ট্রাক মালিক সমিতির নামে চলছে চাঁদাবাজি

মির্জাপুর প্রতিনিধি
Thumbnail image

দুই যুবক সড়কের দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গে লাঠি উঁচু করে দুদিক থেকে তেড়ে আসেন তাঁরা। চাহিদামতো চাঁদা না দিলেই চালকের ওপর চড়াও হন। চাঁদা নেওয়ার এই নিত্য দৃশ্য মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকার। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি গোড়াই হাঁটুভাঙা বাজার শাখার নামে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ পাওয়া গেছে, প্রতিটি পণ্যবাহী ট্রাক থেকে ৫০ টাকা ও মিনি ট্রাক থেকে ৩০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। চাঁদা কেউ দিতে অস্বীকার করলেই লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকেরা চালকের ওপর জবরদস্তি চালান।

ওই সড়কে চলাচলকারী একাধিক ট্রাক ও মিনি ট্রাকচালক জানান, এই সড়কে বংশাই নদীর ওপর নির্মিত হাঁটুভাঙা সেতুর টোল দিতে হয়। এর আধা কিলোমিটারেরও কম দূরত্বে আবার ট্রাক মালিক সমিতির নামে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। তাঁরা কারা কেন নিচ্ছেন টাকা কিছুই জানেন না এসব চালকেরা। 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে ওই সড়কে এভাবে চাঁদাবাজি করত অন্য একটি গ্রুপ। কিন্তু সম্প্রতি সেখানে গোড়াই এলাকার মাহাবুব আলম বিল্টু ও মীর টিপু সুলতান নামে দুই শ্রমিক নেতার নামে চাঁদাবাজি চলছে। একই কথা জানালেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকা দুই যুবকও।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন গোড়াই-সখীপুর সড়ক দিয়ে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাক চলাচল করে। বিশেষ করে দিনে এই সড়কে ট্রাক চলাচল আরও বেড়ে যায়। এর মধ্যে শনিবার কাইতল্যার গরুর হাটের দিনটি উল্লেখযোগ্য।

এ ব্যাপারে মাহাবুব আলম বিল্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই মালিক সমিতির সভাপতি ও মীর টিপু সুলতান সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন ঠিকই। তবে চাঁদা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত