ধোবাউড়া প্রতিনিধি
ধোবাউড়ায় বাড়িতে প্রবেশের রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর বাঘবেড় কোনাখালীরপাড় গ্রামের একলাস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে বিপাকে রয়েছে অন্তত ১০টি পরিবার। এ ঘটনায় এরশাদ আলী নামে এক ভুক্তভোগী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এরশাদ আলী, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মরম আলী ও এনামুল হকের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন একলাস উদ্দিন।
এরশাদ আলী বলেন, ‘বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় অটোগাড়ি চার্জ দিতে পারছি না। অন্যের বাড়িতে গাড়ি রেখে চার্জ দিয়ে চালাতে হচ্ছে। এতে আমি খুব বিপাকে রয়েছি। পরিবারের পাঁচজন সদস্য নিয়ে কষ্টে দিন কাটছে আমার।’
দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে বাধা দেওয়া হয়েছে। এই স্থানে ১০টি পরিবারের প্রায় ১০০ জন লোক বাস করেন। তাঁদের চলার একমাত্র রাস্তা এটি, অনেক বলার পরও রাস্তা থেকে গাছ অন্য জায়গায় নেওয়া হয়নি।’
মরম আলী বলেন, ‘এখলাছ উদ্দিন কাউকে মানেন না, তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের কোনো মাতব্বরের কথা তিনি শোনেন না।’
এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘বারবার বলার পরেও এখলাছ বেড়া খুলবেন না বলে জানান। বাঘবেড় ইউপি চেয়ারম্যান আমাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেছেন।’
ধোবাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। দ্রুত সমাধান করা হবে ও চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হবে।’
ধোবাউড়ায় বাড়িতে প্রবেশের রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর বাঘবেড় কোনাখালীরপাড় গ্রামের একলাস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে বিপাকে রয়েছে অন্তত ১০টি পরিবার। এ ঘটনায় এরশাদ আলী নামে এক ভুক্তভোগী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এরশাদ আলী, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মরম আলী ও এনামুল হকের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন একলাস উদ্দিন।
এরশাদ আলী বলেন, ‘বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় অটোগাড়ি চার্জ দিতে পারছি না। অন্যের বাড়িতে গাড়ি রেখে চার্জ দিয়ে চালাতে হচ্ছে। এতে আমি খুব বিপাকে রয়েছি। পরিবারের পাঁচজন সদস্য নিয়ে কষ্টে দিন কাটছে আমার।’
দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে বাধা দেওয়া হয়েছে। এই স্থানে ১০টি পরিবারের প্রায় ১০০ জন লোক বাস করেন। তাঁদের চলার একমাত্র রাস্তা এটি, অনেক বলার পরও রাস্তা থেকে গাছ অন্য জায়গায় নেওয়া হয়নি।’
মরম আলী বলেন, ‘এখলাছ উদ্দিন কাউকে মানেন না, তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের কোনো মাতব্বরের কথা তিনি শোনেন না।’
এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘বারবার বলার পরেও এখলাছ বেড়া খুলবেন না বলে জানান। বাঘবেড় ইউপি চেয়ারম্যান আমাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেছেন।’
ধোবাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। দ্রুত সমাধান করা হবে ও চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫