Ajker Patrika

গাছ লাগিয়ে চলাচল বন্ধ বিপাকে ১০ পরিবার

ধোবাউড়া প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৩: ৪৯
গাছ লাগিয়ে চলাচল বন্ধ বিপাকে ১০ পরিবার

ধোবাউড়ায় বাড়িতে প্রবেশের রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর বাঘবেড় কোনাখালীরপাড় গ্রামের একলাস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে বিপাকে রয়েছে অন্তত ১০টি পরিবার। এ ঘটনায় এরশাদ আলী নামে এক ভুক্তভোগী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এরশাদ আলী, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মরম আলী ও এনামুল হকের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন একলাস উদ্দিন।

এরশাদ আলী বলেন, ‘বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় অটোগাড়ি চার্জ দিতে পারছি না। অন্যের বাড়িতে গাড়ি রেখে চার্জ দিয়ে চালাতে হচ্ছে। এতে আমি খুব বিপাকে রয়েছি। পরিবারের পাঁচজন সদস্য নিয়ে কষ্টে দিন কাটছে আমার।’

দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে বাধা দেওয়া হয়েছে। এই স্থানে ১০টি পরিবারের প্রায় ১০০ জন লোক বাস করেন। তাঁদের চলার একমাত্র রাস্তা এটি, অনেক বলার পরও রাস্তা থেকে গাছ অন্য জায়গায় নেওয়া হয়নি।’

মরম আলী বলেন, ‘এখলাছ উদ্দিন কাউকে মানেন না, তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের কোনো মাতব্বরের কথা তিনি শোনেন না।’

এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘বারবার বলার পরেও এখলাছ বেড়া খুলবেন না বলে জানান। বাঘবেড় ইউপি চেয়ারম্যান আমাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেছেন।’

ধোবাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। দ্রুত সমাধান করা হবে ও চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত