এবার আসল চ্যালেঞ্জ মোস্তাফিজের
৬ উইকেট পাওয়ার চেয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলা কি বেশি কঠিন মনে হলো? এ প্রশ্নে মেসেঞ্জার বার্তায় মোস্তাফিজুর রহমান হাসেন। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, এখনো ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দবোধ করেন না। মোস্তাফিজ স্বচ্ছন্দবোধ করেন শুধু ২২ গজে, সেখানেই তিনি চেষ্টা করেন বলকে দিয়ে কথা বলাতে।