এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।
এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
২ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৪ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৮ ঘণ্টা আগে