Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সেরা দশে মোস্তাফিজ 

আপডেট : ২৮ মে ২০২৪, ১৭: ১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সেরা দশে মোস্তাফিজ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি মোস্তাফিজুর রহমান করেছেন কদিন আগে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে নেন ৬ উইকেট। দরজায় যখন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলতে যাচ্ছেন সুখস্মৃতি নিয়ে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের সেরা বোলিংয়ের ঘটনা ২০১৬ সালের। কলকাতার ইডেন গার্ডেনসে সেই বছরের ২৬ মার্চ সুপার টেনের গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ৪ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট। হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম—চার ব্যাটারকে করেছেন বোল্ড। গ্র্যান্ট এলিয়টকে শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এখনো পর্যন্ত একটাই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে হাম্বানতোতায় জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৬ উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দুই ওভার মেডেনও দিয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা রয়েছে ১০টি। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান ৫ উইকেট নেন স্যাম কারান।  

সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ২০২৪ আইপিএল শেষ হয়েছে গত পরশু। ১৪ ম্যাচ খেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পথচলা। তবে ফিজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। এক ইনিংসে সেরা বোলিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে সেরা ১০ বোলিং
                              দল                   উইকেট       রান খরচ         প্রতিপক্ষ              সাল        
অজন্তা মেন্ডিস          শ্রীলঙ্কা                     ৬               ৮             জিম্বাবুয়ে             ২০১২
রঙ্গনা হেরাথ             শ্রীলঙ্কা                    ৫                ৩             নিউজিল্যান্ড          ২০১৪ 
উমর গুল                 পাকিস্তান                 ৫                ৬             নিউজিল্যান্ড          ২০০৯         
স্যাম কারান               ইংল্যান্ড                  ৫               ১০           আফগানিস্তান          ২০২২  
আহসান মালিক          নেদারল্যান্ডস            ৫               ১৯            দক্ষিণ আফ্রিকা       ২০১৪  
অ্যাডাম জাম্পা           অস্ট্রেলিয়া                ৫               ১৯            বাংলাদেশ              ২০২১  
মুজিব উর রহমান        আফগানিস্তান           ৫              ২০            স্কটল্যান্ড                ২০২১   
মোস্তাফিজুর রহমান      বাংলাদেশ               ৫              ২২           নিউজিল্যান্ড             ২০১৬    
জেমস ফকনার            অস্ট্রেলিয়া               ৫              ২৭           পাকিস্তান                ২০১৬  
লাসিথ মালিঙ্গা             শ্রীলঙ্কা                 ৫              ৩১            ইংল্যান্ড                  ২০১২   

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত