মোস্তাফিজুর রহমান পায়ের আঙুলে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময়ই। এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের অ্যাকশনের। মোস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেক বার। বাংলাদেশের বাঁহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে। ‘সবুজ ও লালের গল্প’—এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ডের। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে। চেন্নাই সুপার কিংস এবার তাঁর (মোস্তাফিজ) বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকশনের ‘স্মুথ কিলার’ মিলিয়ে যে ছবি সামাজিক মাধ্যমে ছেড়েছে, বিসিবির প্রকাশিত ভিডিওতে সেটা দেখা গেছে। সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আমার একসময় খুব রানআপের সমস্যা ছিল। বোলিং করলেই ওভারস্টেপ হতো। তারপর থেকে নাইন-টেনে থাকার সময় এক কোচ বলেছিলেন, তুই এই জায়গা থেকে শুরু কর। এভাবে শুরু কর। সেটাই রয়ে গেছে। মানে সেটা থেকেই তো সেভাবে (জ্যাকসনের মতো) হয়ে গেছে।’
খেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া, নাম সংক্ষিপ্ত করা—ভালোবেসে ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তা করে থাকেন। মোস্তাফিজও সেভাবেই ফিজ বলে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার স্বয়ং খোলাসা করেছেন। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের টাইমিংয়ের যে বোর্ডটা, সেখানে আমার পুরোটা নাম লিখি, তাহলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি, এটা কে? পরে বলছে, এটা তুমি।’
আরও পড়ুন:
মোস্তাফিজুর রহমান পায়ের আঙুলে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়েন প্রায় সময়ই। এটার সঙ্গে মিল রয়েছে বিখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসনের অ্যাকশনের। মোস্তাফিজের সঙ্গে জ্যাকসনের মিলের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেক বার। বাংলাদেশের বাঁহাতি পেসার তা এবার নিজেই জানিয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২০ মিনিটে বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও ছেড়েছে। ‘সবুজ ও লালের গল্প’—এমন ক্যাপশন যুক্ত ভিডিওটা ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ডের। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা গেছে ফিজকে। চেন্নাই সুপার কিংস এবার তাঁর (মোস্তাফিজ) বোলিং অ্যাকশনের সঙ্গে জ্যাকশনের ‘স্মুথ কিলার’ মিলিয়ে যে ছবি সামাজিক মাধ্যমে ছেড়েছে, বিসিবির প্রকাশিত ভিডিওতে সেটা দেখা গেছে। সেটা নিয়ে কথা বলার মাঝে ফিজকে হাসতেও দেখা গেছে। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আমার একসময় খুব রানআপের সমস্যা ছিল। বোলিং করলেই ওভারস্টেপ হতো। তারপর থেকে নাইন-টেনে থাকার সময় এক কোচ বলেছিলেন, তুই এই জায়গা থেকে শুরু কর। এভাবে শুরু কর। সেটাই রয়ে গেছে। মানে সেটা থেকেই তো সেভাবে (জ্যাকসনের মতো) হয়ে গেছে।’
খেলোয়াড়দের বিভিন্ন উপাধি দেওয়া, নাম সংক্ষিপ্ত করা—ভালোবেসে ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তা করে থাকেন। মোস্তাফিজও সেভাবেই ফিজ বলে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি পেসার স্বয়ং খোলাসা করেছেন। মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের টাইমিংয়ের যে বোর্ডটা, সেখানে আমার পুরোটা নাম লিখি, তাহলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি, এটা কে? পরে বলছে, এটা তুমি।’
আরও পড়ুন:
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে