অপো ওয়াচ ৪ প্রো
স্মার্টওয়াচ এখন দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। গত ২৯ আগস্ট চীনের বাজারে এল নতুন স্মার্টওয়াচ অপো ওয়াচ ৪ প্রো। ডিজিটাল এই হাতঘড়ি আনছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অপো। এটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, শরীরের তাপমাত্রা কিংবা ঘুমের পরিমাণ জানানোসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে।