Ajker Patrika

শাওমির জলবন্দুক

কুহেলী রহমান
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৪: ৩৬
শাওমির জলবন্দুক

আমাদের দেশে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাওমি। কিন্তু চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ব্যবসা করে মোবাইল ফোন থেকে শুরু করে নানা রকম গ্যাজেট ও ইলেকট্রনিক পণ্যের।

সম্প্রতি সামাজিক গণমাধ্যম এক্স এর ট্রেন্ডিং একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিজিয়া প্লাস ওয়াটার গান। এটি দেখতে অনেকটাই কমিক ক্যারেক্টার ব্ল্যাক মান্তার হাইড্রো-প্লাজমা রাইফেলের মতো, যা পানির নিচের রাজা ওর্ম উপহার দিয়েছিল ব্ল্যাক মান্তারকে। এটি মারাত্মক কোনো অস্ত্র নয়, আবার এটি নিছক কোনো খেলনাও নয়। শাওমির তৈরি ওয়াটার গানটির নাম মিজিয়া প্লাস ওয়াটার গান। এর বহুবিধ ব্যবহার রয়েছে। এটি দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা যাবে, এমনকি পোষা প্রাণীকে গোসল করানো যাবে।অভিনব ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। এটির বিভিন্ন ব্যবহার যথেষ্ট আনন্দ দেবে এর ব্যবহারকারীকে। যারা পানির নিচে ভিডিও করতে আগ্রহী, এটি তাদের সেই ইচ্ছা পূরণ করবে। এটি পানির নিচে ভিডিও রেকর্ড করতে সক্ষম। মিজিয়া প্লাস ওয়াটার গানে থাকছে তিনটি মুড, কন্টিনিউয়াস, সিঙ্গেল এবং চার্জড। শাওমির এই ওয়াটার গানের সর্বাধিক গতি প্রতি সেকেন্ড ২৫ ওয়াটার বম্ব এবং রেঞ্জ ৭ থেকে ৯ মিটার পর্যন্ত। এটি স্বয়ংক্রিয়ভাবে রিফিল হতে পারে। যেকোনো মাধ্যম থেকে ১৫ সেকেন্ডের মধ্যে পানি শোষণ করতে পারে।

গাড়ির পাশাপাশি এটি ব্যবহার করা যাবে ঘরের দরজা-জানালা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কারের কাজে। এমনকি বাড়ির পোষা প্রাণীদেরও পরিচ্ছন্নতার কাজ করানো যাবে এটি দিয়ে।

এটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে গ্যাজেটটি চার্জ করা যাবে। একবার চার্জে ৪০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে শাওমির জলবন্দুক। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় ২৬ হাজার।

সূত্র: গিজমোচায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত