শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
১ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৭ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগে