অনলাইন ডেস্ক
শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৪১ মিনিট আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে